ঘরে ব্যবহারের জন্য নতুন এক হিউম্যানয়েড রোবট দেখানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি এলজি। এজন্য ২০২৬ সালের সিইএস প্রযুক্তি মেলাকে বেছে নিয়েছে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বার্ষিক প্রযুক্তি মেলাটিতে বিভিন্ন ধরনের হিউম্যানয়েড রোবটের প্রাধান্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে, মেলা শুরুর আগেই নিজেদের ‘ক্লয়েড’ নামে বাসার কাজে সহযোগী এই রোবটের ঝলক দেখিয়েছে কোম্পানিটি।
এলজি বলেছে, ক্লয়েড-এর দুইটি নমনীয় হাত ও প্রতি হাতে আলাদাভাবে পাঁচটি আঙুল ঘরের বিভিন্ন কাজ করতে সাহায্য করবে। আর সেইভাবেই বোরটটিকে তৈরি করেছে তারা।
তবে, ক্লয়েড ঠিক কী কী কাজ করতে পারে সে সম্পর্কে এখনও নির্দিষ্ট কিছু জানায়নি এলজি। রোবটটি দেখতে কেমন সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। কারণ খুব কাছ থেকে তোলা এর হাতের দুটি ছবি ছাড়া এলজি পুরো রোবটটির চেহারা মেলা শুরু হওয়ার আগে পর্যন্ত গোপনই রাখবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এলজি বলেছে, ক্লয়েড রোবটটি মূলত কোম্পানির সেই বিশেষ পরিকল্পনার অংশ, যেখানে ‘প্রযুক্তি ঘরের সব কঠিন ও একঘেয়ে কাজ নিজে থেকেই করে ফেলবে রোবট। এতে মানুষের শারীরিক পরিশ্রম কমে প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে’। ‘গ্রাহকদের ঘরের কাজের ক্লান্তি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই’ রোবটটি তৈরি করেছে তারা।
ক্লয়েড-এর মূল চিপসেটটি এর মাথায় বসানো হয়েছে, যেখানে একটি ডিসপ্লে, স্পিকার, ক্যামেরা ও বিভিন্ন সেন্সর রয়েছে। এ সবকিছুর উদ্দেশ্য মানুষের সঙ্গে রোবটটির যোগাযোগকে আরও প্রাণবন্ত ও ভাব বিনিময়ের করে তোলা।

