ভোটাররা নিজেদের ইচ্ছামত প্রার্থীকে ভোট দিয়ে বিগত সময়ের প্রতিশোধ নেবেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “এইবার আর বিগত সময়ের অপশাসন নাই, তাই ভোটাররা নিজের ইচ্ছামত ভোট দিয়ে গত সময়ের প্রতিশোধ নেবেন। এইবার আমরা শুধু একটা ভোটে দিচ্ছি না- দেশের পরিবর্তনের জন্য একটা বিশাল ভূমিকা রাখতে হবে।
“তাই ভোটারদের উপর ভরসা করে আমি মনোনয়নপত্র জমা দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে এক নম্বর করবেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার কুমিল্লা-১ আসনে দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এ বিএনপি নেতা।
খন্দকার মোশাররফ বলেন, “২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। দাউদকান্দিতে প্রমাণ আছে ওই নির্বাচনে বিএনপির নেতা-কর্মীরা পুলিশ, বিজিবি, প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের পাহারা দিয়ে ভোটের দিন ভোট দিয়ে বাড়ি ফিরেছেন।
“আমাকে ফেল করানোর জন্য উপর থেকে নির্দেশ দিলে, ভোট শেষ করার পরই মেঘনা থেকে ভোটের বাক্স কুমিল্লা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। আমাকে পরাজিত করার জন্যই তারা একাজ করতে চেয়েছিল। পরে দাউদকান্দিতেই ভোট গণনা হয়েছে।”

