উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কয়েকটি দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকি করেছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ সোমবার জানায়, রোববারের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ও পাল্টা আক্রমণ শুরু করার জন্য প্রস্তুত থাকার সম্পূর্ণতা নিশ্চিত করেছে।
রয়টার্স লিখেছে, ২০২৬ সালের প্রথমদিকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তার আগে দেশটির অর্থনৈতিক ও সামরিক অগ্রগতির ওপর জোর দিয়েছেন নেতা কিম। এর অংশ হিসেবেই এই উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
কেসিএনএ জানিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সাগরের উপর দিয়ে তাদের কক্ষপথ ধরে এগিয়ে লক্ষ্যে আঘাত হানার পর কিম ‘গভীর সন্তুষ্টি’ প্রকাশ করেছেন।
“নিয়মিতভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধের উপাদনগুলির নির্ভরযোগ্যতা ও দ্রুত প্রতিক্রিয়ায় পরীক্ষা বহুমুখি হুমকির মুখে একটি দায়িত্বশীল অনুশীলন,” বলে মন্তব্য করেছেন তিনি।
উত্তর কোরিয়া তার পারমাণবিক লড়াই সক্ষমতার ‘সীমাহীন’ উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছেন তিনি, জানিয়েছে কেসিএনএ।

