বার্সেলোনা ও স্পেনের বড় ভরসা লামিনে ইয়ামালের উন্নতির সুযোগ দেখছেন রাউল গন্সালেস। তরুণ ফরোয়ার্ডকে এখনও জাতীয় দলের জন্য অপরিহার্য মনে হচ্ছে না রেয়াল মাদ্রিদ কিংবদন্তির। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সের দিকেই তাকিয়ে রাউল।
পেশাদার ফুটবল ক্যারিয়ারের একদম শুরু থেকেই বার্সেলোনা ও স্পেনের মতো দলে আলো ছড়াচ্ছেন ইয়ামাল। গড়ছেন একের পর এক রেকর্ড। জিতেছেন অনেক ব্যক্তিগত পুরস্কারও। বার্সেলোনার হয়ে ১৫ বছর বয়সেই জিতেছেন লা লিগা শিরোপা, ১৬ বছর বয়সে স্পেনের হয়ে জিতেছেন ইউরো।
এই সময়ে স্রেফ দলের একজন সদস্য ছিলেন না তিনি। গোল করে ও করিয়ে রেখেছেন বড় ভূমিকা। নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন ১৮ বছর বয়সী ইয়ামাল।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএসের সঙ্গে আলাপচারিতার সময় আসন্ন বিশ্বকাপ, স্পেনের সম্ভাবনা নিয়েও বললেন ৪৮ বছর বয়সী রাউল। সেখানেই এলো ইয়ামালের কথা।
“আমরা সবাই জানি, সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। তবে লামিনে স্পেন জাতীয় দলে অপরিহার্য নয়। অভিজ্ঞ খেলোয়াড়দের সাহায্য তার প্রয়োজন হবে, তাতে মাঠে যেন নিজেকে সে মেলে ধরতে পারে। প্রতি ম্যাচেই তাকে আমাদের রক্ষা করতে হবে, তার ওপর থেকে এমন চাপ সরিয়ে নিতে হবে।”
“তাকে বেড়ে উঠতে দিতে হবে। সে তরুণ এবং খুবই প্রতিভাবান, ক্লাব ও জাতীয় দলে সেটা সে দেখিয়েছে।”

